ঢাকা, রবিবার   ৩০ জুন ২০২৪

৩শ’ কোটি টাকা খরচের পরও চট্টগ্রামে জলাবদ্ধতা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮, ২৪ এপ্রিল ২০১৭

চট্টগ্রামে জলাবদ্ধতা 

চট্টগ্রামে জলাবদ্ধতা 

গেলো ১৪ বছরে প্রায় ৩শ’ কোটি টাকা খরচের পরও জলাবদ্ধতা থেকে মুক্তি পায়নি বন্দরনগরী চট্টগ্রামের বাসিন্দারা। বরং বাড়ছেই জলাবদ্ধতা। আর এর জন্যে সমন্বয়হীনতাকেই দুষলেন নগরবাসী। পরিস্থিতি উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়ারও দাবি তাদের। তবে জলাবদ্ধতার কবল থেকে নগরবাসীকে মুক্তি করতে নানা উদ্যোগ নেয়ার কথা জানান সিটি মেয়র।
জলাবদ্ধতার অভিশাপ থেকে নগরবাসীকে মুক্ত করে স্বপ্নের মেগা সিটি হিসেবে চট্টগ্রামকে গড়ে তোলার অঙ্গীকারে নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। কিন্তু গত দু’ বছরেও নগরবাসী মুক্তি পায়নি জলাবদ্ধতার হাত থেকে। মাত্র দু’ঘন্টার বৃষ্টিতে কোথাও হাঁটু পানি; কোথাও কোমরসমান পানিতে তলিয়ে যাচ্ছে পুরো শহর।
জলাবদ্ধতা নিরসনে গেলো ১৪ বছরে সিটি কর্পোরেশন খরচ করেছে ৩০৪ কোটি টাকা। এর মধ্যে ২০০৩-০৪ সালে সাবেক মেয়র এবি এম মহিউদ্দিন চৌধুরীর আমলে ৬৬ কোটি ১১লাখ টাকা, মেয়র মনজুর আলমের আমলে ২০৫কোটি ৫২লাখ টাকা এবং গত দু’ বছরে বর্তমান মেয়রের আমলে খরচ প্রায় ৩৬ কোটি টাকা। কিন্তু এরপরও বন্ধ হয়ে আছে নগরীর পানি নিষ্কাশনের পথ।
এর জন্যে সিটি কর্পোরেশনকে দুষলেন সাধারণ মানুষ।
সমন্বিত উদ্যোগ না নেয়ার কারণে জলাবদ্ধতা নিরসন সম্ভব হচ্ছে না বলে মনে করেন বিশিষ্টজনেরা।
জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান সিটি মেয়র।

 


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি